‘সিংহাম এগেইন’ সিনেমার সাফল্যের পর আবারও একসাথে কাজ করতে যাচ্ছেন নির্মাতা রোহিত শেঠি ও অভিনেতা অজয় দেবগন। এবার তারা কাজ করবেন ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায়।
বলিউডে ফ্র্যাঞ্চাইজি হিসেবে সিনেমার চল শুরু হয়েছে অনেক বছর আগে থেকেই। যে ফ্র্যাঞ্চাইজিগুলো দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি। যার বয়স দুই দশকের কাছাকাছি। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘গোলমাল: ফান আনলিমিটেড’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। ব্যবসা সফল হওয়ার পাশাপাশি দর্শকদের মনে দাগ কেটেছিল ছবিটি। ফলে এরপর মুক্তি পেয়েছিল ‘গোলমাল’ সিরিজের আরও বেশ কয়েকটি ছবি। সর্বশেষ ‘গোলমাল এগেইন’ মুক্তি পায় ২০১৭ সালে। তারপর থেকেই ফের ‘গোলমাল’ হবে কবে? এই প্রশ্ন উঁকি দিচ্ছিলো দর্শকদের মনে। সেই প্রশ্নের উত্তর পাওয়া গেলো সম্প্রতি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী, বর্তমানে রোহিত ও অজয় দুজনেই ‘সিংহম এগেইন’ সিনেমার সফলতা উপভোগ করছেন। এর মাঝেই রোহিত তার কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল ফাইভ’ নিয়ে আসার খবর জানান।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রোহিত জানিয়েছেন, তার পরবর্তী সিনেমা হতে যাচ্ছে ‘গোলমাল ফাইভ’। রোহিত বলেছেন, ‘অ্যাকশন ঘরানার ‘সিংহম এগেইন’ সিনেমার পর আমি ‘গোলমাল ফাইভ’ নির্মাণ করার জন্য অপেক্ষায় আছি। আমি মজার একটা সিনেমা নির্মাণ করতে চাচ্ছি যেটা সবাই মিলে অনেক মজা করে করা যাবে। আর দর্শকও আনন্দ সহকারে সিনেমাটি দেখবেন।’
অজয় ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আসছেন। তার চরিত্রের নাম ‘গোপাল’। ‘গোলমাল’ প্রসঙ্গে অজয় দেবগন বলেছেন, ‘কমেডি সিনেমায় অভিনয় করার জন্য বিশেষ কোনো চাপ অনুভব করি না। এটা খুব সহজ, কারণ আমি শুধু চরিত্রে থাকি। অ্যাকশনের মাঝে থাকলে এক ধরনের উত্তেজনা থাকে, কিন্তু কমেডিতে সেটা একেবারেই আলাদা। আমি শুধু নিজের মতো অভিনয় করি, আর তখন সেটে আসল মজা থাকে।’
‘গোলমাল’ নিয়ে রোহিতের নতুন ঘোষণার পর এ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের উত্তেজনা আরও দ্বিগুণ হয়ে গেছে। সুপরিচিত সেই বন্ধুরা মিলে আবার কি ‘গোলমাল’ করতে যাচ্ছে তা বড় পর্দায় দেখার জন্যই এবার ভক্তদের অপেক্ষার পালা।
প্রসঙ্গত, অজয় ছাড়াও ‘গোলমাল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে থাকেন অভিনেতা আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, কুণাল খেমু এবং শ্রেয়াস তালপাড়ে। ‘গোলমাল ফাইভ’ সিনেমায় কি তাদেরই দেখা যাবে? নাকি দর্শকরা দেখতে পাবেন কোনো নতুন মুখ? উত্তর সময়ই বলে দিবে।