৬ ডিসেম্বর থেকে ফের একবার প্রেক্ষাগৃহে চলছে গেল বছরের ঈদ রিলিজ সিনেমা ‘প্রহেলিকা’।
মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমাটি চলছে মণিহার সিনেপ্লেক্সে। সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন ‘প্রহেলিকা’ নির্মাতা চয়নিকা চৌধুরী। সোশ্যাল মিডিয়া পোস্টে নির্মাতা লিখেছেন, ‘আপনার প্রিয় প্রেক্ষাগৃহ মণিহার সিনেপ্লেক্স এ শুক্রবার থেকে চলছে, Prohelika – প্রহেলিকা ‘প্রহেলিকা’ ⌚⌚শো টাইম : দুপুর ১২:৩০মি, বিকাল ৩:৩০মি: , সন্ধা ৬:৩০মি: এবং রাত্র ৯:৩০মি: আপনারা আমন্ত্রিত, যারা মিস করেছেন।’
দীর্ঘ আট বছর পর প্রহেলিকার মধ্য দিয়ে বড় পর্দায় ফেরেন মাহফুজ আহমেদ। সিনেমাটি মুক্তির পর দেশ এবং দেশের বাইরে প্রশংসা কুড়িয়েছিল। এ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী।
উল্লেখ্য, জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিক’ সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।