ফি’লিস্তিনের গা’জা উপত্যকায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন শত শত নারী-পুরুষ ও শিশু। সেখানে ই’সরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন হা’মলায় অনিশ্চয়তার মুখে হাজার হাজার মানুষ। চলমান এই সংকটের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরব হতে দেখা গেছে বিনোদন অঙ্গনের অনেক তারকাকেই। এবার এই তালিকায় নাম লেখালেন অভিনেতা সিয়াম আহমেদ।
সম্প্রতি সিয়ামকে দেখা গেছে ‘ফ্রি ফি’লিস্তিন’ লেখা ব্লেজার গায়ে জড়াতে। সাদা রঙের ব্লেজারের বুকের অংশের এক পাশে উড়ন্ত পাখির চিত্রের উপর লেখা ‘ফ্রি ফি’লিস্তিন’। ফি’লিস্তিনের পতাকার লাল-কালো-সবুজ রঙেই এই লেখাগুলো।
ব্লেজারটি গায়ে জড়িয়ে কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন সিয়াম। পোস্টের ক্যাপশনে তিনি ইংরেজিতে লিখেছেন, “গণহ’ত্যার বিরুদ্ধে! ফি’লিস্তিনের সাথে সংহতি জানাচ্ছি।” ফেসবুকে ব্লেজারটি পরে ছবি পোস্টের পাশাপাশি একই বেশভূষায় সিয়াম হাজির হয়েছিলেন একটি অনলাইন অনুষ্ঠানেও। অভিনব এমন উপায়ে পাশে দাঁড়ানোয় অভিনেতাকে বাহবা জানাতে দেখা যাচ্ছে তার ভক্ত ও অনুরাগীসহ অনেককেই। এতে সিয়ামকে ধন্যবাদ জানাচ্ছেন অনেকেই।
ফি’লিস্তিনিদের সমর্থন প্রসঙ্গে অভিনেতা জানান, সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন খবরে যে বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে, মানুষ হিসেবে যে কারোই তা দেখে খারাপ লাগার কথা। এই কারণে যেভাবে পারছেন তাদের পাশে থাকার চেষ্টা করছেন তিনি।
জানা গেছে, সম্ভব হলে ফি’লিস্তিনিদের জন্য আর্থিকভাবে কিছু করার পরিকল্পনাও আছে তার।