আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাতার শারীরিক অবস্থার কথা জানিয়ে তার সহধর্মিণী নুসরাত ইমরোজ তিশার ফেসবুকে দেওয়া একটি পোস্টের পর এবার বিষয়টি নিয়ে কথা বললেন কথাসাহিত্যিক আনিসুল হক।
২৩ জানুয়ারি বেলা ১১টার দিকে নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করে আনিসুল হক জানান ফারুকীর সর্বশেষ পরিস্থিতি। তিনি তার স্ট্যাটাসে লিখেন, “মোস্তফা সরয়ার ফারুকীর অবস্থা স্থিতিশীল। আস্তে আস্তে সেরে উঠবেন বলে ডাক্তার আশা করছেন। ইন্টারভেনশন লাগবে না বলেই ডাক্তার এখন আশা করছেন।”
ফারুকীর জন্য দোয়া চেয়ে এরপর আনিসুল হক যোগ করেন, “দোয়া করবেন। কাল সন্ধ্যায় মাইল্ড স্ট্রোক হলে তিশা তাকে হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে আছেন। ভিজিটর ইজ নট অ্যালাউড।”
এর আগে ২২ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে তিশা তার সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করে জানান, “আজ সন্ধা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললো সিটিস্ক্যান করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউ তে অবজারভেশনে আছে এখন।” স্ট্যাটাসের শেষে ফারুকীর জন্য সবার কাছ থেকে দোয়া চান তিশা।
মাঝরাতে তিশার এই পোস্টের পর তার থেকে আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এবার আনিসুল হকের স্ট্যাটাসে উল্লেখিত ‘স্থিতিশীল’ অবস্থার কথা জেনে অনেকটাই স্বস্তি পেলেন ফারুকীর ভক্ত ও অনুরাগীরা। এরপরও সম্পূর্ণ সুস্থ হয়ে যেন দ্রুত সবার মাঝে ফিরে আসেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ খ্যাত সবার প্রিয় এই নির্মাতা, সেই কামনা করেই মন্তব্যের ঘরে মন্তব্য করে লিখছেন সবাই।