Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ফারুকী কি এবার উপদেষ্টা হচ্ছেন?

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী । ছবি: ফেসবুক

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন পাঁচজন যুক্ত হচ্ছেন আজ। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন কারা? এই বিষয়ে এখনো কিছু স্পষ্টত জানা যায়নি। তবে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে গুণী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর নাম শোনা যাচ্ছে।

ফলে রবিবার দুপুর থেকেই ফারুকী আবারও আলোচনায়। যদিও এ পরিচালক বা সরকার সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কিছু জানাননি। ফারুকীকে ফোন করা হলে ওপাশ থেকে অন্য এক ব্যক্তি ফোন রিসিভ করে জানান, তিনি ঘুমে আছেন। ঘুম থেকে উঠলে কথা বলবেন।

এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্য ২১ জন। তাদের অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার অবস্থান নিতে দেখা গেছে ফারুকীকে। সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে নির্ভয়ে নিজের মতামত প্রকাশ করার জন্য ইতিমধ্যেই নেটিজেনদের কাছে আস্থার এক নাম হয়ে উঠেছেন তিনি। এবার সংস্কৃতি উপদেষ্টা হিসেবে ফারুকীর নাম আলোচনায় আসায় তার ভক্ত ও অনুরাগীরা নতুন আশার আলো দেখতে পাচ্ছেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মৌসুমী মৌকে সিনেমার প্রস্তাব দিলেন শাকিব খান?

বিষযটা ঠিক প্রস্তাব না হলেও, ফেলে দেওয়া যায় না আবার। মেগাস্টার শাকিব খান বলে কথা। একেবারে ভরা মজলিসে…

সাত মাস পর ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা পল টিল

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ওয়ান ট্রি হিল’ খ্যাত অভিনেতা পল টিল আর নেই। গেল ১৫ নভেম্বর…

‘দরদ’ দেখতে তিন হলের সব টিকিট কিনে নিল রিমার্ক-হারল্যান!

সহকর্মী ও বন্ধুদের সাথে রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’ দেখতে ২২ নভেম্বরের জন্য সিনেপ্লেক্সের তিন…
0
Share