সাদিয়া আয়মানের নতুন মন্তব্য: প্রেম নয়, বিয়ের প্রস্তাব ভেবে নেবেন
দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের নতুন মন্তব্য উঠে এসেছে প্রেম নয়, বিয়ের প্রস্তাব পেলে ভেবে নেওয়ার পরামর্শ। গেল ঈদে তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’ আর অমিতাভ রেজা চৌধুরীর সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় অভিনয় করে নিজেকে আরো অনন্য যায়গায় নিয়ে গেলেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে সাদিয়া প্রেম, ভালোবাসা এবং বিয়ের প্রসঙ্গেও কথা বলেছেন। তিনি জানান, হঠাৎ করে ভালোবাসার প্রস্তাব পেলে তিনি বিব্রত বোধ করেন। তবে, যদি কেউ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রেমের প্রস্তাব দেয়, যেমন “আমি তোমাকে পছন্দ করি, তাই ভবিষ্যতে আমাদের বিয়ের পরিকল্পনা করছি”, তাহলে তিনি ভেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
সাদিয়ার মতে, প্রেমের প্রস্তাব সুন্দরভাবে প্রকাশ করা উচিত। তিনি বলেন, “‘আই লাভ ইউ’ বলা অনেক সময় ক্রিঞ্জ লাগে। যদি কেউ সরাসরি বলে ‘আই লাভ ইউ’, আমার কাছে তা তেমন ভালো লাগে না। তবে যখন প্রস্তাবের সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা থাকে, তখন সেটা গ্রহণযোগ্য মনে হয়।”
তিনি আরও যোগ করেছেন, “গার্লফ্রেন্ড-গার্লফ্রেন্ড ধরনের সম্পর্ক আমার পছন্দ নয়। হঠাৎ ভালোবাসার প্রস্তাব দিলে আমি দ্বিধা বোধ করি। তবে সঠিক প্রেক্ষাপট এবং পরিকল্পনার সঙ্গে প্রস্তাব দিলে আমি সেটা ভেবে দেখার জন্য প্রস্তুত।”
এই সাক্ষাৎকারে সাদিয়া আয়মান শুধু তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রকাশ করেননি, বরং তিনি দেখিয়েছেন কিভাবে একজন পেশাদার অভিনেত্রী নিজের ব্যক্তিগত এবং কাজের জীবনকে ভারসাম্যপূর্ণভাবে পরিচালনা করেন।
সাদিয়ার মন্তব্য বর্তমান প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—যা প্রেম, সম্মান এবং ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্ব বোঝায়। ভক্তরা তার নতুন সিনেমা ও সিরিজের সঙ্গে সঙ্গে এই মন্তব্যও আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছেন।