ইতিমধ্যেই জানা গেছে ৮ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাবে শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’। এবার জানা গেলো সেদিনই মুক্তি পাবে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’।
বেশ কয়েক মাস থেকেই নানান কারণে বার বার শিরোনামে আসছে দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমা ‘অন্তর্জাল’। তবে এতদিন অজানা ছিল ছবিটি মুক্তির তারিখ। এবার সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র হাতে পাওয়ার পর নির্মাতা ঘোষণা দিলেন ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
বলিউড বাদশাহ’র সিনেমা মুক্তির দিনেই যে মুক্তি পাবে ছবিটি, এই বিষয়টি চোখ এড়ায়নি নির্মাতা দীপনের। তাই সেন্সর বোর্ডের অনুপতি পাওয়ার পর তিনি জানান, “অবশেষে সিনেমাটি মুক্তি পাবে ভেবে ভালোই লাগছে। শুনেছি ৮ সেপ্টেম্বর শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’ এদেশে মুক্তি পাবে। এটি নিঃসন্দেহে ভালো সিনেমা। এর সঙ্গে ফাইট করতে হলে প্রচার প্রচারণা নিয়ে আমাদের সেভাবেই এগিয়ে যেতে হবে। এখন এরই প্রস্তুতি নিচ্ছি।”
এছাড়াও সিনেমাটি নিয়ে তিনি আরও জানান, “বলে রাখি, আইটি মোটেই গুরুগম্ভীর বিষয় নয়। এখানে গতি আছে। এটা সবার সিনেমা। সাধারণ মানুষ যেন আইটি বা হ্যাকিং বিষয়টা সহজে বুঝতে পারে, সেভাবেই গল্পটি সাজানো হয়েছে। আর বিষয়টিকে সহজ করার জন্য আমাদের অনেক কঠিন সময় পার করতে হয়েছে।”
আইসিটি বিভাগের উদ্যোগে নির্মাণ করা হয়েছে ‘অন্তর্জাল’ সিনেমা। সাইবার থ্রিলার ঘরানার কোনো সিনেমা বাংলাদেশে এই প্রথম। যার পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন দীপন। তার সাথে যৌথভাবে গল্প লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। আর এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামালের মত তারকারা।