২৫ জুলাই যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘মাইলস’ ব্যান্ড তারকা শাফিন আহমেদ। তার এমন হঠাৎ চলে যাওয়ায় এক আবেগঘন পোস্ট করেছেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী।
২৬ জুলাই, শুক্রবার নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সামিনা লেখেন, ‘রবিন এবং ভার্জিনিয়ার স্বপ্নবাজের অনুষ্ঠান আয়োজকদের একজন পল্লব জানালেন, শাফিন ভাই আর নেই! তিন দিন আগে কথা বলে দেখে এলাম। বারবার আমাকে আর স্বপনকে থাকতে বলছিলেন। শাফিন ভাই স্বপনকে বার বার বলছিলেন, স্বপন আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমার সঙ্গে গল্প করো। আমার কোমরে অনেক ব্যথা হচ্ছে। আমার ঘুম হচ্ছে না। স্বপন, তোমাকে কিছু বলব। আমার রুমে বসো। আর তিনদিন পর দেখো আমাকে আর পাবে না, গল্প করো।’
স্মৃতিকাতর হয়ে কণ্ঠশিল্পী সামিনা লেখেন, ‘শাফিন ভাইকে পানি খাওয়ালো স্বপন। তারপর তাকে ঘুমের ওষুধ দেয়া হলে শাফিন ভাইকে দেখে আয়োজকরা আমাদের চলে আসতে বললেন।’
এ সময় প্রশ্ন ছুড়ে দিয়ে সামিনা আরও লেখেন, ‘কী বলতে চেয়েছিলেন শাফিন ভাই, কে জানে? কোনো চাপা কষ্ট কি ছিল তার ভেতর, কে জানে! দেশের আরেকটি সম্পদ, আরেকটি মেধার বিয়োগ হলো। চোখে ভাসছে শুধু, তোমরা যেয়ো না প্লিজ। আমাকে আর পাবা না।’
২৫ জুলাই, বাংলাদেশ সময় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মৃ’ত্যুবরণ করেন দেশের ব্যান্ড মিউজিকের উজ্জ্বল এক নক্ষত্র শাফিন আহমেদ। তার কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে- চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার -ইত্যাদি।