১০ অক্টোবর দুপুরে টিকিট কেটে ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সাথেই ট্রেনযাত্রা করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
“আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম”- এই লাইনটি ক্যাপশনে লিখে ট্রেনযাত্রার কয়েকটি ছবি নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রকাশ করেন ফেরদৌস। ছবিগুলোতে এই অভিনেতাকে টিকিট হাতে উচ্ছ্বসিত অবস্থায় দেখা যায়।
উল্লেখ্য যে, পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রথম যাত্রী হিসেবে বিশেষ ট্রেনে করে পদ্মা পাড়ি দেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে তার ছোট বোন শেখ রেহানাসহ ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাসহ সরকারের বিভিন্ন কর্মকর্তারা।
পদ্মা সেতু হয়ে রেলপথের উদ্বোধনের ফলে রাজধানী ঢাকার সাথে খুলনার দূরত্ব কমেছে ২১২ কিলোমিটার। ফলশ্রুতিতে নতুন এক রেলযুগে প্রবেশ করলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এই কারণেই ফেরদৌস তার পোস্টে ইতিহাসের সাক্ষী হওয়ার ব্যাপারটি উল্লেখ করেছেন।