বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র- জনতার বিজয়ের পর দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবার তিনি জনগণকে আহ্বান করলেন আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাগত জানাতে।
৮ আগস্ট নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেন তিশা। ছবিতে দেখা যাচ্ছে পুলিশকে হাসি মুখে বিস্কিটের প্যাকেট দিচ্ছেন এক শিক্ষার্থী। সেই ছাত্রের মাথায় বাঁধা বাংলাদেশের জাতীয় পতাকা। তার পাশে আরও এক ছাত্র দাঁড়িয়ে আছেন হাতে জাতীয় পতাকা নিয়ে।
তিশা তার পোস্টের ক্যাপশনে লেখেন, ‘চলুন আমরা সবাই মিলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ওয়ার্মলি ওয়েলকাম জানাই, যখন তারা কাজে নামবে। কারণ তারাও আমাদের দেশের অংশ।’
এর আগে একটি স্ট্যাটাসে এ অভিনেত্রী লিখেছিলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।’ তিশার এমন পোস্ট নজরে পড়েছিল নেটিজেনদের। অনেকেই একাত্মতা পোষণ করে বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন পোস্টটিতে।
মূলত ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুলি চালানোর কারণে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেন মানুষ। ফলশ্রুতিতে শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় পুলিশের ওপর হামলা হওয়ার ঘটনাও দেখা গেছে। সব মিলিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। একারণেই উদ্বেগের কথা জানান তিশা।
এদিকে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন ও তাদের দাবি-দাওয়ার ব্যাপারে প্রথম থেকেই সমর্থন জানিয়ে আসছিলেন তিশা ও তার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।