Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ২৪, ২০২৫

পর্দায় ফিরছে স্পাইডার-ম্যান, কে থাকছেন মূল চরিত্রে?

অপেক্ষার অবসান! ২০২৬ সালে প্রেক্ষাগৃহে ফিরছে হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি স্পাইডার ম্যানের চতুর্থ কিস্তি, ‘স্পাইডার-ম্যান ৪’। তবে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন কে?

টোবি ম্যাগুয়ার ও অ্যান্ড্রু গারফিল্ডের পর স্পাইডার-ম্যান হিসেবে টম হল্যান্ড দর্শকদের কাছে গ্রহণযোগ্য আগে থেকেই। তাই ভক্তদের আশা স্পাইডার ম্যান হিসেবে এবারও পর্দায় দেখা যাবে অভিনেতা টমকে। অপেক্ষায় আছেন টম হল্যান্ড নিজেও।

মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির খবরে, স্পাইডার ম্যানের স্যুটে টম হল্যান্ডকেই দেখতে পারবেন দর্শক। এবারের কিস্তির নাম এখনো ঠিক করা হয়নি। কিন্তু এটিই হতে যাচ্ছে ‘স্পাইডার-ম্যান ফোর’।  আর সিনেমাটি পরিচালনা করছেন ডাস্টিন ড্যানিয়েল ক্রিটন। এই ফ্রাঞ্চাইজি দিয়েই অভিষেক হচ্ছে নির্মাতার।

অন্যদিকে, টম হল্যান্ড নিজেই নতুন সিনেমার খবর জানিয়ে বলেছেন, ‘স্পাইডার-ম্যানের চতুর্থ পর্বের চিত্রনাট্যের খসড়া পড়েছি আমি। যদিও আরও বদল আসবে গল্পে, তবু প্রাথমিক চিত্রনাট্য দারুণ লেগেছে আমার।’

অভিনেতা আরও যোগ করেন, ‘মার্ভেলের বড় সিনেমাগুলোয় স্পাইডার ম্যান একটি গুরুত্বপূর্ণ চরিত্র। বড় একটা যন্ত্র চালাতে অনেক কিছু লাগে। স্পাইডার ম্যান ছিল তেমনই। কিন্তু একক সিনেমায় সে-ই মূল। স্পাইডার-ম্যানকে পূর্ণ রূপে সেখানে পান দর্শক। নতুন সিনেমায়ও সেটাই হবে।’

উল্লেখ্য, ২০১৬ সালে স্পাইডার-ম্যান হিসেবে টম হল্যান্ডকে প্রথমবার দেখা যায় ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ সিনেমায়। এর পর ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’ করেছেন। ‘হোমকামিং’ ও ‘ফার ফ্রম হোম’ সিনেমাতেও তিনি দেখিয়েছেন চমক।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা!

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর এখন পরিচিত ফাইজা নামে। অনেক আগেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর…

ফ্রান্সের কান উৎসবে নোয়াখালীর ছেলে আল আমিন

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম বিভাগের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে আদনান আল রাজীব পরিচালিত সিনেমা…

চুরি হল শিল্পী আব্দুল আলীমের স্বাধীনতা ও একুশে পদক  

বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী আব্দুল আলীম। মরমী এই শিল্পী বহু গানের পাশাপাশি অর্জন করেছেন অনেক সম্মাননা ও…
0
Share