ষাটের দশকের কলকাতা শহরের আত্মসম্মান বোধ সম্পন্ন এক বেকার যুবকের একাকিত্বকে কেন্দ্র করে গড়ে ওঠা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’ এবার রূপালী পর্দায় নিয়ে আসছেন নির্মাতা পলাশ দে।
‘তরঙ্গ’ ও ‘অসুখওয়ালা’ নির্মাতা সম্প্রতি ‘ঘুণপোকা’ উপন্যাসের স্বত্ব কেনা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে। নির্মাতার ভাষ্য, ‘বাংলায় লেখা হলেও আন্তর্জাতিক স্তরের ‘ঘুণপোকা’ উপন্যাসের আলাদা গুরুত্ব রয়েছে। এর মধ্যে সমাজের অনেকগুলো মানুষের সফর রয়েছে, যার সঙ্গে আজও পাঠক নিজেদের মিল খুঁজে পান। জীবনকে উদ্যাপন করে, এ রকম একটা উপন্যাস নিয়ে ছবি তৈরি হওয়া প্রয়োজন বলেই আমার মনে হয়েছিল।‘
কিছুটা আক্ষেপ নিয়ে নির্মাতা বলেন, ‘সিনেমা তৈরি মতো গল্প বাংলা সাহিত্যে অভাব নেই। কিন্তু প্রযোজকেরা এসব ছবিতে লগ্নি করতে আগ্রহী হন না। নগরজীবনে একাকিত্ব কিন্তু শীর্ষেন্দুর উপন্যাসেও রয়েছে। অথচ দর্শক হিসেবে আমরা বেশির ভাগ সময়েই বিদেশি ছবিকে প্রাধান্য দিই।’
তিনি আরও বলেন, ‘আমি ভালো প্রযোজক খুঁজছি আর ছবিটিতে শ্যামের চরিত্রে একজন বাঙালি তারকার সাথেও কথা চলছে। খুব শিগগির বিস্তারিত জানাবো।’