দেশ জুড়ে চলছে ‘তুফান’ ঝড়। শাকিব খানের পাশাপাশি প্রশংসায় ভাসছে নির্মাতা রায়হান রাফি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সিনেমা গুলো হিট হবার কারণ নিয়ে কথা বলেছেন নির্মাতা।
একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে নির্মাতা ‘তুফান’ প্রসঙ্গে কথা বলেন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সাথে।
একটি প্রশ্ন উঠেছিল তমা মির্জা তার খুব ভালো বন্ধু ও প্রিয়জন। তাকে কেন কাস্ট করা হলো না ‘তুফান’ সিনেমায়? যার উত্তরে নির্মাতা রাফি জানিয়েছেন, ‘সুড়ঙ্গ’ তে আমার মনে হয়েছে তমা পারফেক্ট আমি তাকে নিয়েছি। আর ‘তুফান’-এ মনে হয়েছে নাবিলা বেস্ট। সেভাবেই পরিকল্পনা এগিয়েছে। আমি কাজের ক্ষেত্রে খুবই প্রফেশনাল এটা সবাই জানে। আমার সিনেমায় স্বজনপ্রীতির কোনও যায়গা নেই।’
কথার মাঝে বুবলী, পরীমণি, পূজা, মিমদের দর্শকপ্রিয়তা অনুযায়ী একজন নির্মাতা হিসেবে তাদের জন্য কি দিকনির্দেশনা দিবেন জানতে চাইলে রাফি যোগ করেন, ‘ভালো কাজ কিংবা ভালো স্ক্রিপ্ট না এলে ঘরে বসে থাকেন কিন্তু ভালো কাজ আসছে না দেখে খারাপ কাজ করলে আরও পেছনে পড়ে যেতে হবে। মার্কেটে একটা ব্যাপার আছে, কোনও ভালো আর্টিস্ট যদি গৎবাধা কাজ করতে শুরু করেন প্রডিউসাররাও মুখ ফিরিয়ে নেয়। তাই ভালো কাজের অপেক্ষায় থাকাটা জরুরী। শুধু অভিনেত্রী নয়, এই কথাগুলো অভিনেতা সিয়াম, রোশান, রাজের জন্যও প্রযোজ্য বলে আমি মনে করি।’