রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ১১ ডিসেম্বর দুপুরে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা মাহির মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। কিন্তু এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন মাহি। সেই আপিলেরই শুনানিতে রায় এসেছে চিত্রনায়িকার পক্ষে।
প্রার্থিতা ফিরে পেয়ে মাহি বলেন, “আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম এবং আজকে সেটারই প্রতিদান পেলাম। আমার শতভাগ বিশ্বাস এই নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।”
অভিনেত্রী আরও যোগ করেন, “এবারের নির্বাচনে আমার আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কারণ সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। এলাকার লোকজনই আমাকে জোর করে বলেছেন, আপনাকে নির্বাচন করতে হবে। কারণ তারা জানে আমি একজন মাঝি, যদিও আমি নৌকা পাইনি এখনো। তারা আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়।”
উল্লেখ্য যে, রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহি। তবে চিত্রনায়িকাকে সেখানে বিবেচনায় না নেওয়ায় পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র কিনেন তিনি।