কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। কবে সাত পাকে বাঁধা পড়ছেন তারা জানতে মুখিয়ে আছেন ভক্তরা। এবার সেই উত্তর দিলেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন কৌশানি। সেখানে তাকে বাচ্চাদের মত খেলায় মেতে থাকতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “এদিকে সবাই বিয়ে করে সন্তান লালন-পালন করছে। অন্যদিকে আমার শৈশব কাটতেই চাইছে না। মন থেকে এখনও ছোট থাকতে পেরে খুশি।”
বোঝা যাচ্ছে বিয়ে নিয়ে আপাতত কোনও মাথাব্যথা নেই তার। নিজের আসন্ন সিনেমার কাজ আর প্রেমিক বনি সেনগুপ্তকে নিয়ে এভাবেই থাকতে যাচ্ছেন আরও কিছু সময়।
উল্লেখ্য, শোনা যাচ্ছে খুব শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করবেন কৌশানি। নতুন এই সিনেমায়, আবারও পর্দায় বনি-কৌশানি জুটিকে দেখতে পাবে দর্শক।