Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫

নায়িকা নিঝুমকে অপহরণচেষ্টার গাড়িটি অন্য অভিনেত্রীর

গত ২০ জানুয়ারী উবারের গাড়িতে রাইড শেয়ারিং করতে গিয়ে অপহরণ চেষ্টার শিকার হয়েছিলেন চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম। মঙ্গলবার তিনি রাজধানীর বনশ্রী থেকে ধানমন্ডি যাবার পথে হাতিরঝিল এলাকায় ওই ঘটনার শিকার হন।

ওই ঘটনাকে তাকে অপহরণের চেষ্টা উল্লেখ করে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ঘটনার পরদিন বুধবার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিঝুম রুবিনা।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উবার অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। তার বনশ্রীর বাসায় মো রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো-গ ৪৫২৯৭৮ নম্বরের একটি গাড়ি নিয়ে হাজির হন। ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও গাড়িটি হাতিরঝিল এলাকায় পৌছানোর পর গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক।

এ সময় তিনি চালককে গুলশানের দিকে কেন যাওয়া হচ্ছে জিজ্ঞেস করলে চালক তাকে চুপ থাকতে বলে। পরে নিঝুম আত্মরক্ষর্থে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও চালক গাড়ি থামাননি। একপর্যায়ে ব্রেক কষলে গাড়ি থেকে ঝাপ দিয়ে নেমে যান নিঝুম। একই দিন সন্ধ্যার পরে এ বিষয়ে এফডিসিতে এক সংবাদ সম্মেলন করে সেখানেও একই অভিযোগ করেন নিঝুম।

নিঝুমের সাধারণ ডায়রির সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে ওই ঘটনায় নিঝুমকে বহনকারী গাড়িটির মালিককে শনাক্ত করেছেন বলে জানান অভিনেত্রী।

এ বিষয়ে নিঝুম গণমাধ্যমকে বলেন, ‘গাড়ির মালিকের নামটা এখন বলতে চাচ্ছি না। মালিকটা হচ্ছে আমাদের মিডিয়া রিলেটিড, আমাদের খুবই ক্লোজ কলিগ, সে অভিনেত্রী, শুধু এইটুকুই বলব সে অভিনেত্রী, কিন্তু নামটা পুলিশ ফাইন্ড আউট করে জাস্টিফাই করবে। শিগগিরই চালককেও পেয়ে যাবেন বলেও আশা করছেন এই নায়িকা।   

এই ঘটনার  সর্বশেষ তথ্য জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। এরই মধ্যে গাড়ির মালিককে ফোন করা হয়েছে, তিনি ফোন ধরেননি। আরো কয়েকবার চেষ্টা করা হবে। না ধরলে বাড়িতে গিয়ে কথা বলা হবে।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমিনের প্রথম গানই জাতীয় সংগীত

সাবিনা ইয়াসমিনের প্রথম গানই জাতীয় সংগীত : ইতিহাস আর এক শিল্পীর শুরু বাংলা গান শুনলেই সাবিনা ইয়াসমিনের নাম চলে…
সাবিনা ইয়াসমিনের প্রথম গানই জাতীয় সংগীত

হাজার কোটি ছাড়ালো রাজামৌলি-প্রিয়াঙ্কার নতুন ছবির বাজেট

হাজার কোটি ছাড়ালো রাজামৌলি-প্রিয়াঙ্কার নতুন ছবির বাজেট ভারতীয় সিনেমায় ব্লকবাস্টার নির্মাতা হিসেবে এস এস…
হাজার কোটি ছাড়ালো রাজামৌলি-প্রিয়াঙ্কার নতুন ছবির বাজেট

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ বিশ্বজুড়ে যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে…
ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

কলকাতায় পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী

কলকাতায় পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী ওপার বাংলার টালিউডে বেশি কাজ না করলেও জনপ্রিয়তা এবং প্রতিভার কারণে চঞ্চল…
কলকাতায় পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী কলকাতায় পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী
0
Share