Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

নাচতে নাচতে মঞ্চে প্যান্ট খুলে গেল বিয়ন্সের!

কনসার্টের মঞ্চে বহুরকম ঘটনাই ঘটে পপতারকাদের। মঞ্চ মাতাতে পপস্টাররা গানের সাথে সাথে নানারকম অঙ্গভঙ্গি, নাচের পারফরমও করেন সমানতালে। আর সেই পারফরমার যদি হন বিয়ন্সে, তাহলে তো কথাই নেই। দর্শকরা পাগল হয়ে থাকেন এই গায়িকার পারফরম্যান্স দেখার জন্য।

তবে সম্প্রতি পারফরম করতে গিয়ে একটু লজ্জার মুখেই পড়তে হয়েছিল বিয়ন্সেকে। গাইতে গাইতে মঞ্চে প্যান্ট খুলে গিয়েছে গায়িকার। যদিও খুব চালাকির সঙ্গে বিষয়টি সামলে নিয়েছেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে এক পা মঞ্চে ফেলে দাঁড়িয়ে পড়লেন বিয়ন্সে।

পা ফেলার সময় বিয়ন্সের পরনের সোনালি প্যান্টটি খুলে মঞ্চে পড়ে যায়। বিয়ন্সের পিছনে তখনও নৃত্যশিল্পীরা পারফর্ম করে চলেছেন। ভরা মঞ্চে পারফর্ম্যান্সের মাঝে এমন ঘটনা ঘটলে সাধারণত অপ্রস্তুত হয়ে যাওয়ার কথা সবারই। বিয়ন্সেও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন।   

কিন্তু তা চোখেমুখে ধরা পড়েনি এ গায়িকার। বরং দারুণ কায়দায় নিজেকে সামলে নিয়ে বেশ চতুরতার সঙ্গে প্যান্টটি ধীরে ধীরে ওপরে তুললেন।

বিয়ন্সের এই বুদ্ধিমত্তায় দর্শকরাও অভিভূত। শিস বাজিয়ে বিয়ন্সেকে বাহবা জানালেন তারা। বিয়ন্সে কোমরের কাছে প্যান্টটি তুলে ধরে দাঁড়াতেই পেছন থেকে একজন নৃত্যশিল্পী এসে তা পরিয়ে দিলেন।

ততক্ষণে মাইক তুলে গান গাইতে শুরু করে দিয়েছেন বিয়ন্সে। ভিডিও থেকে জানা গিয়েছে যে, সপ্তাহখানেক আগে এই ঘটনাটি লন্ডনের একটি স্টেডিয়ামে ঘটেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে শুরু করেছে। বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি। দর্শকরা ভিডিওটি দেখে বিয়ন্সের বুদ্ধিমত্তার প্রশংসাই করছেন বরং!

চলতি বছরের এপ্রিল মাস থেকে ‘কাউবয় কার্টার’ নামের একটি কনসার্ট ট্যুরে বেরিয়েছেন বিয়ন্সে। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে সেই কনসার্ট ট্যুর শুরু হয়েছিল। ২৬ জুলাই আমেরিকার নেভাদার প্যারাডাইস -এ অনুষ্ঠান হয়ে বিয়ন্সের এই ট্যুর শেষ হওয়ার কথা রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল’ হয়ে পুরস্কার জিতলেন জয়া কলকাতার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান।…
কলকাতার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন নিশো ও পুতুল

সেরা সিনেমা ‘সাঁতাও’, সেরা নির্মাতা সুমন ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে।  সেরা…
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন নিশো ও পুতুল

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তাপস ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’…
গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবাকে স্মরণ শবনম ফারিয়ার

নির্বাচনি উত্তাপে আবেগী শবনম ফারিয়া দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব…
মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবাকে স্মরণ শবনব ফারিয়ার
0
Share