দক্ষিণী ইন্ডাস্ট্রির দুজনই তুখোড় অভিনয় শিল্পী ধানুশ ও নয়নতারার মধ্যে দা-কুমড়ার সম্পর্ক এবার গেছে আইনি মামলা-মোকদ্দমায়।
দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ খ্যাত নয়নতারার বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে ধানুশের ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে মামলা করা হয়েছে।
অভিনেতার অভিযোগ, ‘নয়নতারা তার তথ্যচিত্রে আমার ‘নানুম রাউডি ধান’ সিনেমার ছবি, ভিডিও ব্যবহার করেছেন কোনও অনুমতি ছাড়াই।’ শুধু নয়নতারাই নয়, এ মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রীর স্বামী পরিচালক ভিগ্নেশ শিবানকেও।
মূলত ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ ডকু-ড্রামাতে নয়নতারা অভিনীত ‘নানুম রাউডি ধান’ সিনেমা থেকে কিছু নির্দিষ্ট ফুটেজ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
মাসখানেক ধরেই নয়নতারা ও ধানুশের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। অভিনেত্রীর অভিযোগ তার ডকুমেন্টারিতে ব্যবহারের জন্য ফুটেজের ক্ষেত্রে একাধিক প্রযোজক, পরিচালক বা অভিনেতাদের এনওসি পেলেও বেকে বসেছেন ধানুশ। নয়নতারা অভিনীত ভিগ্নেশ শিবান পরিচালিত নানুম রাউডি ধান ছবির প্রযোজক। তথ্যচিত্রে সেই ছবির ভিডিও, গান বা ফুটেজ ব্যবহারের জন্য অনুমতি চাইলেও তা দিতে রাজি হননি ধানুশ। এরপর সেই ছবির ‘বিহাইন্ড দ্য সিনস’ থেকে ৩ সেকেন্ডের ফুটেজ ব্যবহার করা হলে ভিগ্নেশ-নয়নতারার বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিস পাঠান ধানুশ। ধানুশের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন অভিনেত্রী। নয়নতারা অভিযোগ করেছেন, ‘প্রতিহিংসাপরায়ণ হয়েই এমনটি করেছেন ধানুশ।’
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী তিন পৃষ্ঠার একটি খোলাচিঠি লেখেন অভিনেতা ধানুশের উদ্দেশে। যার এক অংশে নয়নতারা লিখেছেন, ‘যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন, তার অর্ধেকও আপনার মধ্যে নেই। যা বলেন, তা নিজে অনুশীলন করেন না।’