২০ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘ইতি চিত্রা’।১৬ অক্টোবর ছবিটির মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটি নিয়ে কথা বলেন এর সাথে সংশ্লিষ্ট অভিনেতা ও কলা-কুশলীরা।
অনুষ্ঠানটিতে ‘ইতি চিত্রা’র পরিচালক রাইসুল ইসলাম অনিক গল্পের প্রয়োজনে সিনেমাটির মাধ্যমে নতুন দুই মুখ আনার কথা গণমাধ্যমে জানান। ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জান্নাতুল রিতু ও রাকিব হোসেন ইভন নামের দুই শিল্পীর।
প্রেস কনফারেন্সে চলচ্চিত্রটির মুখ্য অভিনেত্রী জান্নাতুল রিতু ছবিটির জন্য পরিচালকের সাথে প্রতিদিন ৪-৫ ঘণ্টা ‘রিহার্সাল’ করার কথাও গণমাধ্যমে জানান।
সংবাদ সম্মেলনটিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, বাংলাদেশ চলচ্চিত্র সম্মিলিত ফোরামের আহবায়ক খোরশেদ আলম খসরুও বক্তব্য রাখেন।
নবাগত অভিনেতা রাকিব হোসেন ইভন ও জান্নাতুল রিতু ছাড়াও সিনেমাটিতে নরেশ ভূইয়া, ফরহাদ লিমন, শেখ স্বপ্না, মনিরুজ্জামান মনি, লোবা আহমেদ, সোহানা শারমিন, বিটিশ বাবু, কামাল খান, তামিম ইকবাল এর মত শিল্পীদের দেখতে পাবে দর্শক।
‘অভি কথা চিত্র’র পরিবেশনায় চলচ্চিত্রটির প্রযোজনার সাথে যুক্ত ছিল উইনার ফিল্মস ও সঙ্গী প্রোডাকশনস। এছাড়া শামসুল আলম প্রযোজিত সিনেমাটির ডিজিটাল পার্টনার হিসেবে টাইগার মিডিয়া কাজ করেছে ।