২৬ মার্চ দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এর ১০০০তম পর্ব প্রচারিত হবে। যা বাংলা টিভি নাটকের জন্য নতুন একটি মাইলফলক।
ধারাবাহিকটির নির্মাতা সাজ্জাদ সুমন জানিয়েছেন, ‘বাংলাদেশি টিভি দর্শকদের বড় একটি অংশ ভারতীয় টিভি চ্যানেল দেখেন। এমন পরিস্থিতির মধ্যে বিপুল দর্শক দেশীয় চ্যানেল দীপ্ত টিভিতে ‘মাশরাফি জুনিয়র’ দেখছেন কিংবা অন্য কোনো নাটক দেখছেন। বাংলা নাটকে এটা অবশ্যই একটি মাইলফলক।‘
বাংলাদেশে আর কোন নাটক এক হাজার পর্ব ছুঁয়েছে কিনা, সেই উত্তর দিলেন ‘অলসপুর’ নাটকের পরিচালক আল হাজেন। জানালেন, ‘ আমার নাটক ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমার নাটকের ১ হাজার ৫৬ পর্ব পর্যন্ত আরটিভিতে প্রচারিত হয়েছে। যেকোনো ধারাবাহিকের জন্য এক হাজার পর্ব স্পর্শ করা নিঃসন্দেহে একটি মাইলফলক। যা ‘মাশরাফি জুনিয়র‘ করে দেখাচ্ছে।‘
প্রসঙ্গত, গ্রামের এক কিশোরী মেয়ে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার মতো হতে চায়। এ জন্য দারিদ্র্যের সঙ্গে লড়াই ও নানা চড়াই-উতরাই পাড়ি দিয়ে স্বপ্নপূরণে অবিচল মেয়েটি। সেই মেয়েকে কেন্দ্র করেই নাটকটির গল্প এগিয়ে যায়, তৈরি হয় নানা রহস্য, সন্দেহ, জটিল ও কুটিল পরিস্থিতি।