৬ আগস্ট নতুন বাংলাদেশের জন্য ‘কেনো’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন।
৬ আগস্ট, মঙ্গলবার রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ‘কেনো’ গানটি প্রকাশ করে শিরোনামহীন। ভিডিও ক্যাপশনে তারা লিখেছেন, ‘নতুন বাংলাদেশের গান….. যারা এখনো শোনেননি.. শুনে ফেলুন তাড়াতাড়ি গানের নাম ‘ কেনো?
জিয়াউর রহমানের কথায় কাজী আহমেদ শাফিনের সুরে গানটির প্রথম চার লাইন—‘আজ এই শহরের পাখিরা সারা রাত অযথাই অন্ধের মতো উড়ছে কেন? কড়া রোদে পুড়ে ছাই হয়ে আকাশের গায়ে লাল সূর্যটা তবু জ্বলছে কেন?’
২ মিনিট ৫১ সেকেন্ডের এই গানটি ইতোমধ্যে ভক্তদের মন ছুঁয়েছে।
ব্যান্ডেটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, গানটি শোনা যাচ্ছে অ্যাপেল মিউজিক, জিও সায়ন, গানা, অ্যামাজন মিউজিক, স্পটফাই ও ইউটিউবে।
উল্লেখ্য, কো’টা সং’স্কা’রের দাবিতে আ’ন্দো’লনের শুরু থেকেই ছাত্রদের সাথে সংহতি জানিয়ে আসছে শিরোনামহীন। ৩ আগস্ট ব্যান্ডটির সদস্যসহ শিল্পীরা সশরীরে উপস্থিত হয়ে আ’ন্দো’ল’নের সাথে একাত্মতা প্রকাশ করেন।