কবি নজরুল ইনস্টিটিউট পরিচালনার জন্য নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এই বোর্ডের ৮ জন সদস্যের মধ্যে রয়েছেন নজরুল সংগীতের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস আরা।
ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়া প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, ‘আমি ভীষন সম্মানিত বোধ করছি আমাকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে বিবেচিত করায়।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা উল্লেখ করে কণ্ঠশিল্পী যোগ করেন, ‘আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ মানবিক কবি কাজী নজরুল ইসলামের জ্ঞানের মহাসমুদ্রের তেমন কিছুই আমার এখনো জানার সুযোগ হয়নি। প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। কবির প্রতি পরম শ্রদ্ধা, ভালোবাসা রেখেই আমি আমার দায়িত্ব আর কাজগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব।’
প্রসঙ্গত, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কাজী নজরুল ইসলামের নাতনি ও সংগীতশিল্পী খিলখিল কাজী। এদিকে ফেরদৌস আরা ছাড়াও সদস্যদের মধ্যে আরো রয়েছেন অধ্যাপক বেগম আকতার কামাল, অধ্যাপক ড. লীনা তাপসী খান ও কবি-প্রাবন্ধিক আবদুল হাই শিকদার।