Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

ধানুশের সাথে প্রেমের গুঞ্জন অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের

টেলিভিশনের পর্দা থেকে উত্তরণ ঘটিয়ে ভারতীয় সিনেমার পর্দা। রূপে ও অভিনয় গুণে করেছেন দর্শকদের মন জয়। সাত বছরের অভিনয় জীবনে করেছেন মারাঠি, হিন্দি এবং তেলেগু ভাষার বেশ কয়েকটি সিনেমা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘দ্য সন অফ সর্দার ২’ সিনেমা। তবে সিনেমা ছাড়িয়ে ম্রুনাল ঠাকুর এবার আলোচনায় অন্য কারণে। শোনা যাচ্ছে অভিনেতা ধানুসের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

ম্রুনাল ঠাকুর এবং ধানুশের প্রেমের গুঞ্জন রটেছে এক ভিডিওর মাধ্যমে। গত ১ আগস্ট ছিল ম্রুনাল ঠাকুরের জন্মদিন। সেই জন্মদিন উদযাপনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ম্রুনালের হাত ধরে হাঁটছেন ধানুশ। আবার ম্রুনালের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি, সন অফ সর্দার ২-এর প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন ধানুশ। এদিকে, ধানুশের আসন্ন ছবি, তেরে ইশক ম্যায়’-এর মোড়ক উন্মোচন পার্টিতেও উপস্থিত ছিলেন ম্রুনাল। এইসব সূত্র ধরেই নেটিজেনরা ধারণা করছেন প্রেম করছেন এই দুইজন।    

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের নিউজ১৮ এর একটি সূত্র নিশ্চিত করেছে যে ম্রুনাল ও ধানুশ সত্যিই ডেটিং করছে। তবে, তারা এখনও তাদের সম্পর্ক জনসমক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

ম্রুনাল ঠাকুর ২০ বছর বয়সে তার অভিনয় জীবন শুরু করেন। ম্রুনাল ২০১২ সালে “মুঝসে কুছ কেহতি…ইয়ে খামোশিয়ান” নামে একটি টিভি শোতে প্রথম অভিনয় করেন। একতা কাপুরের জনপ্রিয় টিভি সিরিজ “কুমকুম ভাগ্য” তে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন।

২০১৮ সালে “লাভ সোনিয়া” দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন এই অভিনেত্রী।এরপর “সুপার ৩০”, “বাটলা হাউস”, “তুফান”, “ধামাকা”, “জার্সি”, “পিপ্পা” এবং অন্যান্য ছবিতে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য তেলুগু ছবিগুলির মধ্যে রয়েছে “সীতা রামম” এবং “দ্য ফ্যামিলি স্টার”। তিনি “কল্কি ২৮৯৮ এড” তেও একটি সংক্ষিপ্ত ভূমিকায় অভিনয় করেছিলেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মারা গেছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

প্রায় ছয় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর প্রয়াত হলেন ভারতের প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। গতকাল…

হাস্যরসে ভরপুর কোর্ট রুম, এলো ‘জলি এলএলবি থ্রি’র টিজার  

আসছে বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি কোর্ট রুম ড্রামা চলচ্চিত্র ‘জলি এলএলবি’-এর তৃতীয় কিস্তি। মুক্তি পাওয়া গত…
0
Share