নিজের দৃষ্টিশক্তি হারিয়েছেন ব্রিটিশ গায়ক এলটন জন। ১ ডিসেম্বর লন্ডনের ওয়েস্ট এন্ডের ডোমিনিয়ন থিয়েটারে অনুষ্ঠিত দ্য ডেভিল ওয়ার্স প্রাডা: দ্যা মিউজিকাল প্রিমিয়ারের পরে একটি আবেগঘন বক্তৃতায় এই অন্ধত্ব নিয়ে ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।
‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা: মিউজিক্যাল’ অনুষ্ঠানে রবিবার শ্রোতাদের উদ্দেশ্যে জন বলেন, ‘আপনারা অনেকেই হয়তো জানেন, অনেক দিন ধরে আমার চোখে কিছু সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। আমি আমার নিজের পরিবেশনা দেখতে পারিনি ঠিকই, কিন্তু শুনে উপভোগ করেছি। এই কঠিন সময়ে আমার পাশে সব সময় ছিলেন সঙ্গী ডেভিড ফার্নিশ ও পরিবার। তারা সব সময় মানসিকভাবে সাহায্য করেছেন এবং আমার দেখাশোনা করছেন। একটি গুরুতর সংক্রমণের কারণে আমার চোখের দৃষ্টি এখন একেবারেই শেষ হয়ে গেছে। আমি কিছুই পড়তে পারছি না, কিছুই দেখতে পাচ্ছি না।’
দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য তিনি চিকিৎসাধীন রয়েছেন। অনেক ধৈর্য এবং সময় লাগবে আবার আগের জায়গায় ফিরে যেতে। তবে নিজের দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার ব্যাপারে যে ভীষণ আশাবাদী তাও জানিয়েছেন জন।
উল্লেখ্য, পিয়ানো প্রেমী এলটন জনের শৈশব থেকেই মিউজিকের প্রতি বেশি আগ্রহ ছিল। এ কারণে তার পরিবার তাকে ভর্তি করেন রয়্যাল একাডেমি অফ মিউজিক প্রতিষ্ঠানে। মাত্র ১৭ বছর বয়সে একটি ব্যান্ড দল গঠন করেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, স্যাক্রিফাইস, কোল্ড হার্ট, আই ওয়ান্ট লাভ, আইস অন ফায়ার, ডোন্ট গো ব্রেকিং মাই হার্ট, ইওর সং, স্লিপিং উইথ দ্য পাস্ট ইত্যাদি। ক্যারিয়ারে তার কাজের স্বীকৃতি স্বরূপ ১৯৯৫ সালে এলটন পান অস্কার পুরস্কার। ৬ বার গ্র্যামি অ্যাওয়ার্ড, ১২ বার আইভর নোভেলো অ্যাওয়ার্ড এবং একবার টনি অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কারও রয়েছে তার অর্জনের ঝুলিতে।