অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘টে’ন মিনিট স্কুল’-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টা’র্টআপ’ বাং’লা’দেশ লিমিটেড।
এর কর্ণধার ইনফ্লুয়েন্সার ও এর প্রতিষ্ঠাতা ১৫ জুলাই, সোমবার নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, ‘রক্তা’ক্ত ঢাকা বি’শ্ববি’দ্যালয়! আমার ক্যাম্পাসে র’ক্ত কেন? প্রতিবাদ জানাই।’
১৬ জুলাই, মঙ্গলবার স্টার্টআপ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে লেখা হয়, ‘টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’
তার ঠিক পরেই স্টার্টআপ বাংলাদেশের এই সিদ্ধান্তে নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে, তারা জানতে চাচ্ছেন অর্থ বিনিয়োগ বাতিলের আসল কারণ কী! বিনিয়োগ বাতিলের এই ঘোষণা ও স্টার্টআপ বাংলাদেশের পোস্ট নিজের ফেসবুকে জানিয়েছেন ডাক, টে’লিযোগা’যো’গ ও তথ্যপ্রযুক্তি প্র’তিম’ন্ত্রী জু’নাইদ আ’হমেদ পল’কও।
এই প্রসঙ্গে স্টার্টআপ বাংলাদেশের সাথে গণমাধ্যম থেকে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানিয়েছেন, চুক্তির শর্ত অনুযায়ী তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না।
উল্লেখ্য চলমান ছাত্রবস্থার সাথে আগেই সহমত জানিয়েছেন তরুণ এই শিক্ষক। ২০-১৮ সাল থেকেই তার অবস্থান সুস্পষ্ট বলে নিজেই জানিয়ে আসছেন। তিনি জানান, চলমান পদ্ধতির সংযোজন ও বিয়োজন এখন সময়ের দাবী।