‘বরবাদ’ সিনেমার পর আবারো সিনেমা হল কাঁপাতে আসছেন ঢালীউড সুপারস্টার শাকিব খান। ‘তাণ্ডব’ দিয়ে তাণ্ডব চালাবেন এবারের কোরবানি ঈদে। নির্মাতা রায়হান রাফি পরিচালিত তাণ্ডবকে নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। কারণ আজ রবিবার প্রকাশিত হল সিনেমাটির টিজার।
রবিবার ১৮ মে সকালে টিজারটি প্রথম প্রকাশিত হয় শাকিব খানের অফিশিয়াল ফেসবুক পেজে। সঙ্গে লিখেছেন, “সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!”
টিজারে দেখা যায়, মুখোশ পরা একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারণা করা যাচ্ছে, সেটি একটি টেলিভিশন চ্যানেলের ভবন।
যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। টিজারের একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের শেষ মুহুর্তে জয়া আহসানকেও দেখা যায়। এরপর শেষে শাকিব বলে উঠেন কাট! আবার ঘাড় ঘুরিয়ে বলে উঠেন, ও!
টানটান উত্তেজনার এই টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর টিজারটি দেখার পর শাকিবভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মন্তব্য, দুর্দান্ত টিজার। দেখার অপেক্ষায় রইলাম।
এর আগে গতকাল (১৭ মে) বিকেলে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার একটি পোস্টার আপলোড করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল ১১:৩০-এ!’ অবেশেষে বিনাশের বার্তা নিয়ে হাজির হলেন এ মেগাস্টার।
সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক রায়হান রাফি ও আদনান আদিব খান। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকেও।