ভারতীয় চলচ্চিত্রে বর্তমানে মোদীবাদ বা সরকার সমর্থনকারী সিনেমা বানাতে দেখা যাচ্ছে। এ নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। ‘সিংঘাম এগেইন’ নিয়ে এবারের সমালোচনা একটু আগে থেকেই শুরু হয়ে গেছে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় আলোকে কন্টেন্ট বানানোর দিকে পরামর্শ দেন। সেই হিসাব অনুযায়ী অক্ষয় কুমার – অজয় দেবগন – রণবীর সিং – দীপিকা পাডুকোন – কারিনা কাপুর খান – টাইগার শ্রফ অভিনীত এই সিনেমাটি রামায়ণের আলোকে বর্ণনা করা হচ্ছে সর্বত্র।
ইতিমধ্যে অনেকেই জানেন, অক্ষয় কুমার বর্তমান ভারত সরকারের অত্যন্ত কাছের মানুষ। ফলে অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। যদিও পরিচালক রোহিত শেঠি এই বিষয় উড়িয়ে দিয়ে কেবল নির্মাণের গিমিক হিসেবে উল্লেখ করেছেন। ওদিকে কানাডা-কাণ্ডের পর মোদী সরকার এই মুহূর্তে আছে বিপদে। সব মিলিয়ে হিতে বিপরীত হয় কিনা এ নিয়ে শঙ্কিত বলিউড ।
উল্লেখ্য, সিংঘাম একটি ফ্র্যাঞ্চাইজি আয়োজন। যেটিতে একের পর এক পুলিশ অফিসার এসে বাজিমাৎ করে দিয়ে যায়।