পাকিস্তানে ফিরলেন হানিয়া আমির
ঢাকায় সফর শেষে পাকিস্তানে ফিরলেন হানিয়া আমির । প্রথমবারের মতো বাংলাদেশে এসে তিন দিনের সংক্ষিপ্ত সফরে ভক্ত-দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছান হানিয়া। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন তিনি। অনুষ্ঠানে সানসিল্কের কিছু শর্ত পূরণ করে দর্শকেরাও সরাসরি তার সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পেয়েছেন। রোববার এক্সক্লুসিভ ফটোশুট শেষ করেই পাকিস্তানে ফিরে যান হানিয়া।
বাংলাদেশ সফরের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলায় লেখা ক্যাপশন দিয়ে আলোচনায় আসেন তিনি। একটি ছবির সঙ্গে লিখেছিলেন, ‘আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ সঙ্গে যুক্ত করেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। মুহূর্তেই ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন তার পোস্টের কমেন্ট সেকশন।
শুক্রবার সকালে ঢাকার ঐতিহাসিক ও জনপ্রিয় স্থানে ঘুরে বেড়ান হানিয়া আমির। সঙ্গী ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার রাফসান দ্য ছোটভাই। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়— রাফসানের সাথে আহসান মঞ্জিলে দাঁড়িয়ে ফুচকা-ঝালমুড়ি খেতে, মাটির কাপে দুধ চা পান করতে কিংবা রিকশায় চড়ে রাজধানীর রাস্তা উপভোগ করছেন হানিয়া।
যদিও সফরটা ছিল ছোট, তবে বাংলাদেশের আতিথেয়তায় দারুণ মুগ্ধ হয়েছেন এই পাকিস্তানি তারকা। ফিরে যাওয়ার আগে তিনি জানান, ঢাকার প্রতি তার আলাদা টান তৈরি হয়েছে।
এদিকে গুঞ্জন উঠেছে ঢালীউড মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্সঃ ওয়ানচ আপন এ টাইম ঢাকা’ এ নায়িকা হিসেবে থাকবেন হানিয়া আমির। যদিও এই নিয়ে এখনো কথা চলছে বলে জানা গেছে, কোন পক্ষ থেকেই খবরটি এখনো নিশ্চিত করা হয়নি