স্পাইস গার্লস ব্যান্ডের ভিক্টোরিয়া যখন ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহামকে বিয়ে করার কথা ঘোষণা দেন, তখন কারও ধারণাই ছিল না তারা আসলেই বিয়ে করবেন। বিয়ে করেছেন। একে একে কেটে গেছে ২৫ বর্ষাকাল।
১৯৯৯ সালের ৪ জুলাই দুজনে বেগুনি রঙা কাপড়ে জড়িয়ে একে অপরকে আপন করে নেন। ২০২৪ সালে এই বিয়ের বয়স হলো ২৫। আর তারা ফের হাজির সেই একই পোশাকে। আবার ইন্সটাগ্রামে বেকহামের ক্যাপশনটাও তেমন- ‘এখনও ঠিক ফিট হয়ে গেল- ঠিক ২৫ বছর আগের মত’..
অথচ এর মাঝেই এই দম্পতির বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জনে সরব ছিল মিডিয়া পাড়া। তারা আলাদা থাকেন- এমন রিপোর্টও দেখা গেছে ইংলিশদের পত্রিকায়। সেই ধারণায় ছাই দিয়ে হাতে হাত রেখে নিজেদের ছবি প্রকাশ করলেন এই তারকা জুটি।
১৯৯৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দেখতে গিয়ে পরিচয়। দুই বছরের মাথায় বিয়ে। এরপর চারটি সন্তান।
ভক্তদের কাছে তারা অন্যতম বিশ্বসেরা প্রিয় জুটিও বটে।