২৫ আগস্ট মুক্তি পেয়েছে ইংরেজি ভার্শন, একারণেই হয় তো প্রেক্ষাগৃহে দর্শক টানতে হিমশিম খাচ্ছে ইংরেজিতে মুক্তি পাওয়া সিনেমা ‘এমআর-নাইন: ডু অর ডাই’।
একই সঙ্গে বাংলাদেশের ১৮ টি এবং কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ১৫১ টি হলে মুক্তি পেয়েছে আসিফ আকবর পরিচালিত চলচ্চিত্রটি। দেশের বেশিরভাগ মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া সিনেমাটি আশাতীত দর্শক টানতে পারছে না বলে জানা গেছে।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন গণমাধ্যমে জানান, মুক্তি পাওয়ার প্রথম তিন দিন পর্যন্ত ৫০ শতাংশ আসনও পূরণ করতে পারেনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি।
ছবিটির প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বরাতে জানা গেছে,ইংরেজিতে মুক্তি পাওয়ায় ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোতে দর্শক টানতে ব্যর্থ হয়েছে ছবিটি।
তিনি আরও জানান, ৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটি আমেরিকার একটি ওটিটি প্ল্যাটফর্মে ১০০ কোটি টাকার স্বত্বে বিক্রির কথা বলা হয়েছে। প্রযোজক এও জানান, ৭০০ কোটি টাকার বক্স অফিস ও ৩০০ কোটি টাকার নেট আয়ের টার্গেট আছে তাদের যার মধ্যে বাংলাদেশের বাজারে ৫ কোটি টাকার ব্যবসা করার আশা করছেন ছবিটির সাথে সংশ্লিষ্ট সকলে।
২৫ আগস্ট ইংরেজিতে মুক্তি পেলেও ১ সেপ্টেম্বর বাংলাতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির। বাংলাতে মুক্তি পাওয়ার পরে কী দর্শক টানতে পারবে এম আর নাইন: ডু অর ডাই? প্রশ্নটির উত্তর খোঁজার অপেক্ষায় রয়েছে সিনেমাপ্রেমীরা।