আবারও পুনর্গঠন করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর জুরি বোর্ড। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৪ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন বোর্ডে জায়গা পেয়েছেন নতুন চার সদস্য।
এর আগে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের উদ্দেশ্যে পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করা হয়েছিল। সেই প্রজ্ঞাপনটি জারি করার দেড় মাসের মাথায় আবার সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হলো।
জুরি বোর্ডের নতুন সদস্যরা হলেন চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু, অভিনেতা খাজা নাঈম মুরাদ ও অভিনেত্রী সুচরিতা।
এছাড়াও পদাধিকার অনুযায়ী জুরিবোর্ডের সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)। সদস্য-সচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান। আর সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিশাখা প্রধান, সুচরিতা, খাজা নাঈম মুরাদ, সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু, চিত্রগ্রাহক বরকত হোসেন, গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি, পরিচালক সাঈদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, এর আগে জারি করা প্রজ্ঞাপনে নাম ছিল অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ ও অভিনেত্রী অপি করিমের। সংশোধিত প্রজ্ঞাপনে তাদের নাম আর নেই।