২০২২ এর পর আবারও ওয়েব সিরিজে ফিরেছেন আফরান নিশো। ভিকি জাহেদের পরিচালনায় তার নতুন ওয়েব সিরিজের নাম ‘আকা’। সহশিল্পী হিসেবে আছেন মাসুমা রহমান নাবিলা। সোমবার এক অনুষ্ঠানে সিরিজটির ট্রেলার উন্মোচন করা হয়।
২ মিনিট ১৪ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারের শুরুতেই শোনা যায় নারী কণ্ঠের ভয়েস ওভার যেখানে বলা হচ্ছে ‘সময়টা ১৯৯৮–৯৯ এর দিকে। আকা একে একে অপরাধীদের খুন করছিল। কিন্তু হঠাৎ করেই সে গায়েব হয়ে যায়।’
ট্রেলারে দেখা যায়, আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি স্বপ্ন দেখে রকস্টার হওয়ার। কিন্তু স্বপ্ন পূরণের পথে পরিবার কিংবা অন্য কারও সহায়তা সে পায় না। রিয়েলিটি শোয়ের অডিশনে অংশ নিয়েও অপমানের শিকার হয়। অবহেলা আর হতাশা একসময় তাকে হিংস্র করে তোলে। ক্রমেই সে খুনীতে পরিণত হয় এবং একদিন নিখোঁজ হয়ে যায়। অনেক বছর পর শহরে আবারও একই ধরনের খুন শুরু হলে প্রশ্ন ওঠে—আকা কি ফিরে এসেছে? তাকে খুঁজে বের করার দায়িত্ব নেয় পুলিশ।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিশো বলেন, ’আমি সব সময় ভালো গল্প আর ভালো প্রোডাকশনের সঙ্গে থাকতে চাই। মাধ্যম যাই হোক না কেন। আকার গল্প আমাকে টেনেছে, আর ভিকির মতো পরিচালক থাকলে তো আলাদা আনন্দ। দুর্দান্ত টিমওয়ার্ক হয়েছে। আশা করি দর্শকরা প্রতিক্রিয়া জানাবেন।’
অভিনেত্রী নাবিলা জানান, ‘আকা খুব চমৎকার একটি কাজ হয়েছে। ট্রেলার যেমন সাড়া ফেলবে বলে মনে হচ্ছে, পুরো কাজটিও দর্শক পছন্দ করবেন।’
পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘আমি অনেক থ্রিলার নির্মাণ করেছি। তবে প্রথমবারের মতো সোশ্যাল থ্রিলার বানালাম। আকার মাধ্যমে এক ধরনের এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পরই বোঝা যাবে কতটা সফল হয়েছি।’
‘আকা’ সিরিজে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু, তাজজি হাসান, শ্যামন্তি সৌমি প্রমুখ।
সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর।