যখন বেজ গিটারের তেমন চল ছিল না, তখন ভিন্ন ভাবনা নিয়ে যে সংগীতশিল্পী দর্শকদের বেজ গিটারের গুরুত্বটা বোঝাতে সক্ষম হয়েছিলেন, তিনি হলেন ‘অর্থহীন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সাইদুস সালেহীন খালেদ সুমন। যিনি বেসবাবা সুমন নামেই বেশি পরিচিত। ৮ জানুয়ারি এই গায়কের জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্মেছিলেন তিনি।
ক্যানসারের সাথে লড়াই করে আবারও গিটারে ঝড় তুলতে ফিরে আসলেও অসুস্থতার পর থেকে অনেকটা আড়ালেই থাকেন সুমন। আড়ালে থাকলেও তাকে নিয়ে ভক্ত ও অনুরাগীদের কৌতূহলের নেই শেষ। বিশেষ দিনটি কিভাবে কাটাচ্ছেন সুমন? কিংবা, কেমনই বা আছেন তিনি?
প্রশ্নের উত্তর জানা গেছে ‘অর্থহীন’ ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদের কাছ থেকে। রাজু জানান, “সুমন ভাই দীর্ঘদিন ধরে তার উত্তরার বাসায় অবস্থান করছেন। বাইরে যাওয়ার মতো অবস্থায় তিনি নেই। উনার সঙ্গে আমার গেল সপ্তাহে দেখা হয়েছে, যত দূর জানি উনি পরিবারের সঙ্গে জন্মদিন পালন করছেন। আর আজ সন্ধ্যায় আমাদের ব্যান্ডদলের কয়েকজনের উনার বাসায় যাওয়ার কথা আছে। এর বাইরে আর কোনো আয়োজন নেই।”
এছাড়া সুমনের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে রাজু বলেন, “উনার যে অপারেশন করার কথা ছিল সেটা করতেই হবে। করোনার জন্য তো যেতে পারলেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে উনি অপারেশনটা করাবেন।”
প্রসঙ্গত, কখনো অ্যাকোস্টিক গিটার, আবার কখনো কি-বোর্ড হাতে দর্শকদের মনের খোরাক জোগানো সুমন বেজ গিটার বাজানো শুরু করেন মাত্র ১২ বছর বয়স থেকে। ১৬ বছর বয়সে ‘ফিলিংস’ ব্যান্ডের সাথে যোগ দেওয়া থেকে শুরু করে ‘অর্থহীন’ ব্যান্ড প্রতিষ্ঠা করা পর্যন্ত দুর্দান্ত ক্যারিয়ার এই গায়কের।
সুমনের ভক্ত ও অনুরাগীদের সংখ্যাও অনেক। ২০১৩ সাল থেকে একাধিকবার ক্যানসারে আক্রান্ত হলেও ভক্তদের ভালোবাসার কারণেই গান ছাড়েননি আলোচিত এ গিটারিস্ট। ভালো থাকুক প্রিয় গায়ক- ভক্তদের আশাও এমনই।