আবারও ভারতের মাটিতে এলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী এড শিরান। গত বছরও ভারতে কনসার্ট করেছিলেন এই তারকা শিল্পী। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন তিনি। আজ ৫ ফেব্রুয়ারি ভারতের চেন্নাইয়ে বিশাল বড় কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টের আগেই ভারতের মিউজিক্যাল মায়েস্ট্রো এ আর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিরান।
অস্কারজয়ী সংগীত শিল্পী এ আর রহমানের সঙ্গে শিরানের সাক্ষাৎকারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এ আর রহমান। সেখানে দেখা যাচ্ছে একটি সোফায় আমেরিকান পপ গায়কের সঙ্গে বসে আছেন এ আর রহমান এবং তার ছেলে এ আর আমিন।
অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে রহমান বসে রয়েছেন এডিটরের আসনে এবং ছবি তুলছেন শিরান। সংগীত জগতের অনন্য দুই তারকাকে একফ্রেমে দেখে আনন্দে ভাসছেন সংগীতপ্রেমীরা। সংগীতশিল্পী এড শিরান এবার ভারত সফরে মোট ছয়টি শহরে কনসার্ট করবেন। যার মধ্যে রয়েছে হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, শিলং, দিল্লি ও পুনে।
এর আগে গত ৩০ জানুয়ারি পুনেতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এই আমেরিকান গায়ক। পুনে লেখা একটি টি-শার্ট পরে মঞ্চ কাঁপিয়েছিলেন শিরান। পুনেতে দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি ২ ফেব্রুয়ারি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে কনসার্ট করেন। এবার পালা চেন্নাইয়ে। চেন্নাইয়ে আজ অর্থাৎ ৫ ফেব্রুয়ারি গান গাইবেন এই তারকা। এর আগে ২০১৭ সালে ও ২০২৪ সালে ভারতে এসেছিলেন শিরান। দুবারই মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন। তবে এবার ভারতের ছয়টি শহরে পারফরমেন্স করবেন তিনি।