এই শুক্রবার মুক্তি পাচ্ছে শবনম পারভীন প্রযোজিত নতুন সিনেমা ‘হুরমতি’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন শবনম পারভীন।
হুরমতি একটি কমেডি সিনেমা। এ বিষয়ে তিনি বলেন, ‘হুরমতি পুরোপুরি কমেডি গল্প। বেশ কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন একটি সিনেমা বানাব, যার পুরোটা সময় দর্শক হলে বসে উপভোগ করতে পারে। সিনেমা শেষ হওয়ার পর যেন সবার মন ভালো হয়ে যায়। আমি নিশ্চিতভাবে বলতে পারি, হুরমতি শতভাগ এন্টারটেইনিং সিনেমা। হলে দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবে, ততক্ষণ আনন্দ পাবে।’
সিনেমার প্রতি অগাধ ভালোবাসা তার। তাই তো ৪ তলা বাড়ি বিক্রি করে এবার বানিয়েছেন সিনেমা। এ বিষয়ে জানতে চাইলে শবনম পারভীন বলেন, ‘আমার আব্বা মারা যাওয়ার আগে একটি চারতলা বাড়ি দিয়েছিল। সেই বাড়িটি বিক্রি করেই হুরমতি বানিয়েছি। এবারই প্রথম নয়, এখন পর্যন্ত যে কয়টি সিনেমা বানিয়েছি, বেশির ভাগ সময়ে বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করেই বানিয়েছি।’
তার রয়েছে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান। যার নাম শবনম ফিল্মস। এই ব্যানার থেকেই মুক্তি পেয়েছে ‘মৃত্যুদণ্ড’ , ‘শুটার’ , ‘সংগ্রাম’ , ‘ভয়ংকর নারী’ সহ বেশ কয়েকটি সিনেমা।