কোনও গণমাধ্যম যদি চাটুকারিতা করে, তাহলে বন্ধ করে দেওয়া হবে বলে সেই গণমাধ্যম। এমনই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. এম সাখাওয়াত হোসেন।
১১ আগস্ট দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানেই তিনি এমন কথা জানান।
সাখাওয়াত হোসেন বলেন, ‘বিগত সরকারের সহিংসতা নিয়ে গণমাধ্যমগুলো অনেক মিথ্যাচার করতো। তারা সরকারের চাটুকারিতা করেছে। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরলে আজ এত পুলিশ মারা যেত না। একটা দেশ ডোবে যখন, মিডিয়া তখন মিথ্যা প্রচার করে।’
তিনি আরও বলেন, ‘আগে যা হয়েছে, নতুন করে কাউকে চাটুকারিতা করতে দেওয়া হবে না। মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে। এরপরও যারা চাটুকারিতা করবে, যেসব মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।’
এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিদায়ী সরকার ক্ষমতায় থাকতে মানুষ মেরেছে। পুলিশকে লাঠিয়ান বাহিনী হিসাবে ব্যবহার করে জনগণের ওপর অত্যাচার করেছে। প্রত্যেকটা হুকুমদাতাকে খুঁজে বের করা হবে। তাদের বিচারের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না।’