১ মার্চ মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন জাপানি মাঙ্গা, ‘ড্রাগন বল’-য়ের স্রষ্টা আকিরা তোরিয়ামা। ৮ মার্চ মাঙ্গাশিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আকিরার স্টুডিও।
‘ড্রাগন বল’ অফিসিয়াল ওয়েবসাইটে করা এক বিবৃতিতে বলা হয়, ‘আকিরার অর্জন ধরে রাখতে হবে। তার রেখে যাওয়া শিল্পকর্মের তাৎপর্য তুলে ধরতে হবে। আশা করি, আকিরা তার অনন্য সৃষ্টির জগৎ দিয়ে ভবিষ্যতেও ভালোবাসা পাবেন।’
১৯৮৪ সালে প্রকাশিত ‘ড্রাগন বল’ মাঙ্গার জন্য বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পান আকিরা তোরিয়ামা। এই সিরিজের নায়কের নাম সন গোকু। শয়তানি শক্তির সাথে পৃথিবীর লড়াইয়ে সেই এই নীল গ্রহের ভরসা। একের পর এক ড্রাগন বল সংগ্রহ করে ক্রমে শক্তিশালী হয়ে ওঠাই তার লক্ষ্য।
প্রসঙ্গত, সাপ্তাহিক শোনেন জাম্প কমিক ম্যাগাজিনে ধারাবাহিক থেকে ৮০টিরও বেশি দেশে আকিরার মাঙ্গা থেকে সিনেমা, ভিডিও গেম ও টেলিভিশন সিরিজ করা হয়েছেল।