নভেম্বরের ১৫ তারিখে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘দরদ’। তবে তুফানের পর দরদ খুব বেশি জমে উঠতে পারছে না হলগুলোতে। সরেজমিনে গিয়ে চিত্রালী দেখে এসেছে হলে দর্শকের খরা।
অনন্য মামুন পরিচালিত, বলিউডের সোনাল চৌহান অভিনীত দরদ মুক্তি আগেই সকল দ্বিধার সূচনা ঘটায়। প্রচারণা তো দূরের কতা ট্রেইলার বা পোস্টারও পাওয়া যায়নি এক স্পাহ আগেও। যদিও শাকিব খানের চরিত্র, তথা ‘দুলু’কে দেখা গেছে কয়েকবার সামাজিক মাধ্যমের পোস্টারে। একই ঘটনা ঘটে রাজকুমার সিনেমাটির সময়েও। অনেকে দাবী করেন, চমৎকার গল্পের এই সিনেমাটি শুধু সঠিক প্রচারণার অভাবে ব্যাবসায়িকভাবে লাভের খাতায় উঠতে পারেনি।
বলা যেতে পারে ২০২৪ সাল শাকিব খানের স্বর্ণ বছর। প্রথমে কলকাতার ইধিকা পলের সাথে প্রিয়তমা করে দারুন ইনিংস শুরু করেন শাকিব। এরপর রাজকুমার মুক্তি পায় মার্কি অভিনেত্রী কোর্টনি কফির সাথে জুটি বেধে। এরপরেই তুফান হয়ে আসেন বাংলাদেশের নাবিলা আর কলকাতার মিমি চক্রবর্তীর হাত ধরে শাকিব খান। রায়হান রাফি বরাবরের মতই ছক্কা পিটিয়ে দিলেন এ দফা। কিন্তু বছর শেষে অনন্য মামুন এভারেজ রানও নিতে পারছেন না বক্স অফিসের ক্রিজে।
দরদ সিনেমায় শাকিবের অভিনয়কে সকলে প্রশংসার দৃষ্টিতে দেখলেও ভেজাল দেখছেন চিত্রনাট্যে। যার দায় অনন্য মামুনের উপরেই বর্তায়।
সব মিলিয়ে ’দরদ’ আছে বেকায়দায়। সিনেমাটিতে শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেক, জাকির হোসাইন, ফারহান খান রিও এবং বিশ্বজিৎ চক্রবর্তী।