২০১২ সালের ২৪ নভেম্বরে ঘটে যাওয়া তাজরীন ফ্যাশনস অগ্নিকান্ডে মারা যায় ১১৭ জন পোশাক শ্রমিক ও ২০১৩ সালের ২৪ এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসে মারা যায় ১ হাজার ১৭৫ শ্রমিক, আহত হন ২ হাজারের বেশি। সেই সব ঘটনাকে কেন্দ্র করে ২০১৫ সালে পরিচালক কামার আহমাদ সাইমন নির্মান করেছেন ‘একটি সূতার জবানবন্দী’ (টেস্টিমনি অব আ থ্রেড)। সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘একজন নাগরিকের দায় থেকেই বানিয়েছি ছবিটি’।
২০১৫–তে নির্মাণের পর ২০১৬ সালে হয় এর প্রথম প্রদর্শনী। দীর্ঘ ১০ বছর পর আজ ২৪ এপ্রিল তথ্যচিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে। চরকিতে মুক্তি প্রসঙ্গে কামার বলেন, ‘একটা মিশ্র অনুভূতি আছে। চরকি যেহেতু এ মুহূর্তে বাংলা ভাষার অন্যতম প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্ম, তাই দেশে-বিদেশে বাংলাভাষী দর্শকের কাছে পৌঁছানোর এর চেয়ে ভালো উপায় আর নেই। কিন্তু সেই সঙ্গে নির্মাতা হিসেবে একটা দাবিও আছে, এ মুহূর্তে চারপাশে যে রকম রগরগে ছবির জয়জয়কার চলছে, তাতে মনে হয় দর্শকদের প্রতি খুব একটা সুবিচার করা হচ্ছে না। আবার সামনেই যেহেতু আমার “অন্যদিন…” ছবিটা আসছে, সেই বিচারে ‘একটি সূতার জবানবন্দী’র মতো একটা ডিমান্ডিং ছবি চরকির দর্শক কীভাবে নেয়, সেটাও দেখার ইচ্ছা’।
‘একটি সূতার জবানবন্দী’ স্ক্রিপ্টের জন্য ২০১৩ সালে ‘দ্য এশিয়ান পিচ’ পুরস্কার পেয়েছিলেন কামার আহমাদ সাইমন।
কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালনায় ‘মনোলগ কোলাজ’টি প্রযোজনা করেছেন সারা আফরীন। প্রযোজনা প্রতিষ্ঠান সূচনা প্রযোজিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে এশিয়ার অন্যতম চার টেলিভিশন—জাপানের এনএইচকে, কোরিয়ার কেবিএস, তাইওয়ানের পিটিএস ও সিঙ্গাপুরের মিডিয়াকর্প।