কামার আহমাদ সাইমন পরিচালিত ‘শুনতে কি পাও!’ চলছে চরকিতে। ৯০ মিনিটের এই কোয়াজি-ড্রামাটি ৩ নভেম্বর মুক্তি পেয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে।
‘শুনতে কি পাও!’ সিনেমাটির কাহিনী রাখী, সৌমেন ও রাহুলের জীবন নিয়ে। সিনেমায় রাখী ও সৌমেনের সন্তান রাহুল। সুন্দরবনের কোল ঘেঁষে ‘সুতারখালি’ নামের একটি ছোট্ট গ্রামে বসবাস করতেন তারা। ২০০৯ সালের ২৫ মে রাহুলের বয়স যখন মাত্র চার, ‘আইলা’ নামের এক প্রলয়ঙ্করী জলোচ্ছাস হানা দেয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। সেই দিনটি থেকেই এক অন্য জীবনের শুরু হয় রাখী- সৌমেন- রাহুলের।
সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ২০১২ সালে। জার্মানির লাইপশিসে উদ্বোধনী রাতের ছবি হিসেবে প্রদর্শিত হয় এটি। আর দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায় ২০১৪ সালে। বিভিন্ন সময়ে বিভিন্ন ফেস্টিভ্যাল প্রদর্শিত হয়ে এসেছে ‘শুনতে কি পাও!’ সিনেমার। আর এই সিনেমার পুরস্কারের ঝুলিতে রয়েছে দ্যু রিল প্যারিসে সেরা ছবির পুরষ্কার গ্রাপি এবং মুম্বাই মিফে গোল্ডেন কোঞ্চ-এর পাশাপাশি আরও অনেক পুরস্কার।
২০১৭ সালে অ্যামাজন, গুগল প্লে ও আইটিউনস-এর মতো আন্তর্জাতিক স্ট্রিমিং সাইটেও ‘শুনতে কি পাও!’ ছবিটি মুক্তি পায়। বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করা এই ছবিই এবার চলছে চরকিতে।
উল্লেখ্য, ‘শুনতে কি পাও!’ সিনেমায় অভিনয় করেছেন রাখী বৈদ্য, সৌমেন রায়, রাহুল রায়, দেবব্রত মণ্ডল, নিশীথ রঞ্জন মিস্ত্রী, নিরাপদ মণ্ডল, বিভূতিভূষণ মণ্ডল, মাহমুদ গাজী, মান্নান গাইন, দীপক মণ্ডল, গোবিন্দ মণ্ডল, চিরঞ্জিত মণ্ডল, শ্যামলী রপ্তান, নূপুর মণ্ডল, সুভেন ঘরামী, বিনয় বৈদ্য প্রমুখ।