রহস্যে ভরপুর চরকি অরিজিনাল সিরিজ ‘কালপুরুষ’-এর পোস্টারে তাক লাগিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমিন।
২ মে প্রকাশিত হয়েছে নির্মাতা সালজার রহমান পরিচালিত ‘কালপুরুষ’-এর ফার্স্ট লুক পোস্টার। যেখানে একেবারে বাঁয়ে নিচের দিকে এক জোড়া রক্তাক্ত পা দেখা যাচ্ছে। যার পা সে জীবিত, নাকি মৃত, প্রথম দেখায় মালুম হয় না। পা থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে এক কিশোরী ও একজন পূর্ণবয়স্ক নারী। দৃশ্যপটে আছেন আরও একজন, লাল রঙের জ্যাকেট ও চোখে ভিন্ন ধরনের চশমা পরে তিনি বসে আছেন চেয়ারে। ডানে দাঁড়িয়ে আছেন আরেকজন পুরুষ। তার সামনেও ছড়িয়ে-ছিটিয়ে আছে কিছু রক্তের কণা।
ওটিটিতে নির্মাতা কাজ করা এই প্রথম। তাই সিরিজের আইডিয়া বা গল্পের ধারণা তিনি কীভাবে পেয়েছেন, এ প্রশ্নের উত্তরে সালজার রহমান জানিয়েছেন, ‘অনেক আগে পুরান ঢাকার একটি ওষুধের দোকান গিয়েছিলাম। সেখান থেকে নানা কারণে এই সিরিজের গল্পটা মাথায় আসে। এরপর কোভিডের সময় সিরিজটা লিখেছিলাম। তারপর নানা ঘটনার পর সিরিজটা লেখা শেষ হয়।’
‘কালপুরুষ’ সিরিজের গল্পটা একদমই নতুন ও ভিন্ন ধারা। দর্শকের জন্য একদম নতুন কিছু নিয়েই হাজির হয়েছেন বলে জানান পরিচালক।