‘দরদ’ সিনেমা মুক্তির জন্য আর মাত্র বাকি আছে কয়েকদিন। তবে প্রচারণার ব্যাপারে কোনো তৎপরতা দেখা যাচ্ছিলো না ছবির টিমের। প্রচারণার এমন বেহালে বিরক্ত ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের ভক্তরা। বেশ কিছু দিন ধরেই ফেসবুকে এ নিয়ে নির্মাতা অনন্য মামুনকে তুলাধুনা করছিলেন তারা।
প্রচারণার অভাবে অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছিল, আদৌ কি ১৫ নভেম্বর মুক্তি পাবে ‘দরদ’?
অবশেষে ঘুম ভেঙেছে ‘দরদ’ টিমের। দুটি গান প্রকাশের খবর দিয়েছে ভারতের টি-সিরিজ। প্রতিষ্ঠানটির ‘টি-সিরিজ পপ চার্টবাস্টারস’ পেজ থেকে জানানো হয়েছে, শিগগিরই গানগুলো উন্মুক্ত করা হবে। একই বার্তা দিয়ে নীরবতা ভেঙেছেন ছবির নায়িকা সোনাল চৌহানও। বলা যায়, তিনি এতদিন ছবিটি নিয়ে চুপচাপ ছিলেন।
১০ নভেম্বর সোশ্যাল মিডিয়ার বরাতে ‘দরদ’ দেখতে দর্শকদের জানান দিয়েছেন শাকিব খান ও অনন্য মামুনও।
এদিকে ভারতীয় সিনেমার সমালোচক, সাংবাদিক, সম্পাদক ও বিশ্লেষক তরণ আদর্শের পোস্টেও উঠে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান। সামাজিক মাধ্যমে মুক্তি প্রতীক্ষিত ‘দরদ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছেন এই সিনে-বিশ্লেষক। পাশাপাশি তা যে ১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সেটিও জানিয়েছেন তিনি।
তরণ আদর্শ লিখেছেন, ‘ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় দরদ। দুলু মিয়া হিসেবে রয়েছেন শাকিব খান। সিনেমা হলে আসছে ১৫ নভেম্বর ২০২৪।’
‘দরদ’ ছবির গল্পে দেখা যাবে, ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটছে। যার সন্দেহ পড়ে দুলু মিয়ার ওপর। কাহিনি যতই এগোতে থাকে, গল্পও জটিল হতে থাকে। এরপর আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশেল তৈরি হয় গল্পে।
কিন্তু সিনেমাটির দুর্বল প্রচারণার কারণে চিন্তার ভাজ পরেছিল ভক্তদের কপালে। কারণ ঈদ ছাড়া বিগত বছরে শাকিবের সিনেমা মুক্তি পায়নি। ঈদ আমেজে দর্শকের জোয়ারও পেয়েছেন শাকিব। এবার ঈদ ছাড়া সিনেমা মুক্তি এমনিতেই অভিনেতার ওপর বড় ধরনের এক চ্যালেঞ্জ। তার মধ্যে নির্মাতা অনন্য মামুন একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন বলে মনে করছিলেন শাকিবিয়ানরা। সব মিলিয়ে কি হবে দরদের পরিণতি? তা দেখার জন্যই অধীর আগ্রহ নিয়ে দিন গুনছেন দর্শকরা।