দীর্ঘ সময় পর ৩০টি রেডিওথেরাপি শেষে ফের গানের জগতে ফিরতে যাচ্ছেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রেডিওথেরাপি ও অস্ত্রোপচার শেষে ২১ জানুয়ারি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে সংগীতশিল্পী জানিয়েছেন, ‘গত বছরের ৭ ফেব্রুয়ারি আমার অস্ত্রোপচার হয়। এরপর চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিয়েছি। । কেবল কাছের মানুষেরাই শুধু জানতেন এসব তথ্য। আমার কাছে এটা ছিল কঠিন এক যুদ্ধ। তবে মনোবল ছিল শক্ত।’
কণ্ঠশিল্পী সাবিনা বলেন, ‘চিকিৎসাটা ছিল একটা কঠিন পরীক্ষা। জীবনযুদ্ধও বলা যায়। মনে হয়েছিল, আল্লাহ তাআলা যেটাই চাইবেন, সেটাই হবে। আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়া। মনে জোর ছিল, আমি এটা কাটিয়ে উঠব। কারণ, ভালো মানের ট্রিটমেন্ট পাচ্ছি। সেই চারটা মাস জীবনের সবচেয়ে কঠিন সময়। এই সময়ে আমার বন্ধু, ছোট বোন, যেটাই বলি না কেন, সে হচ্ছে মিলিয়া সাবেদ। সিঙ্গাপুরে রেডিওথেরাপির পুরোটা সময় ওর বাসায় ছিলাম। ওর আন্তরিক ভালোবাসায় আমি মুগ্ধ। মানসিক সাপোর্ট, সাহস ও অনুপ্রেরণা দিয়েছে। আমার জন্য যা করেছে, এখনো যা করে যাচ্ছে, এই জীবনে তার ঋণ শোধ করতে পারব না।’
গায়িকা আরও বলেন, ‘আল্লাহর রহমতে গানে ফিরছি। আমি তো গানের মানুষ। ছয় দশক গানে গানে কাটছে। গান ছাড়া তো আর কিছু ভাবতে পারি না। এখানেই যত আনন্দ। সেই আনন্দের জায়গায় ফিরছি, খুবই ভালো লাগছে। আগামী ৩১ জানুয়ারি ও আগামী ১ ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় অনুষ্ঠানে গাইবো। তবে মঞ্চে ওঠার আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি টানা তিন দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবো।’
১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমীন। এরপর আর পেছনে ফিরে দেখতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় গেয়েছেন, প্রকাশিত হয়েছে অ্যালবাম। নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।