প্রতি ঈদুল আযহায় নিজেদের গরু-ছাগল বিক্রির লক্ষ্যে হয়েডক রকম নাম দিয়ে থাকেন বিক্রেতারা। এবারের হাটেও বেশ আলোচিত এমন কিছু নাম। তার মধ্যে রয়েছে অভিনেতা জায়েদ খানের নামে গরুর নাম। এই প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন অভিনেতা নিজেই।
গণমাধ্যমের সাথে আলাপে জায়েদ খান জানিয়েছেন, ‘এমনিতেও কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না। আমার নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হন, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই। কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক।’
অভিনেতা আরও যোগ করেন, ‘আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।’
উল্লেখ্য, গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি। জাহিদ হাসান পরিচালিত সিনেমায় দেখা মিলেছে ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ ও পাপিয়া মাহিসহ আরও অনেকের।