দীর্ঘ সময় ধরে সংগীত থেকে দূরে আছেন ক্লোজআপ খ্যাত রিংকু। চারবার করেছেন স্ট্রোক। সুস্থ হবার জন্য তার লড়াইয়ের মাঝে গানের জগতে ফেরাটা একেবারেই অনিশ্চিত।
নিজের অবস্থা নিয়ে গণমাধ্যমকে রিংকু জানান, “চারবার স্ট্রোক করার পর আছি ভালো-মন্দের মাঝামাঝি। অসুস্থ হওয়ার পর থেকে গান গাওয়া হচ্ছে না। কনসার্টে যেতে পারছি না। তাই আমার আর্থিক অবস্থা ভালো না।”
নিজের গানে ফেরা নিয়ে জানান, “আগের থেকে শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়েছি, চলাফেরা করতে পারছি। তবে গানে কবে ফিরতে পারব, জানি না। গান গাওয়ার মতো সুস্থ হইনি। যদি পুরোপুরি সুস্থ হতে পারি, যদি ঠিকভাবে গাইতে পারি, তবেই আমার ফেরা হবে গানে। নয়তো আর ফিরব না গানে।”
উল্লেখ্য, ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় বাউল, মরমি ও সুফি ঘরানার গান দিয়ে শ্রোতাপ্রিয় হয়ে উঠেছিলেন সংগীতশিল্পী রিংকু।