২০২৩ সালের তিনটি বক্স অফিস হিট সিনেমার পর নতুন কোন সিনেমার ঘোষণা দেননি শাহরুখ খান। দুবাইতে ওয়ার্ল্ড গভমেন্ট সামিটে সিনেমা নিয়ে তার পরিকল্পনার কথা জানান এই অভিনেতা।
দুবাইতে ওয়ার্ল্ড গভমেন্ট সামিটে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন বলিউড কিং শাহরুখ খান। নানান প্রশ্ন উত্তরের মাঝে ক্যারিয়ারের উত্থান-পতনের পাশাপাশি বলিউড কিং খানের অবসর নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আরও ৩০ বছর হেসে খেলে অভিনয় করবো আমি। যদিও রোম্যান্টিক হিরো হিসেবে আর পর্দায় ফিরবো নাকি বলতে পারছি না।’
তিনি আরও জানিয়েছেন, ‘জীবনের শেষ যে সিনেমাটি করবো, সেটি খুবই একটা গুরুত্বপূর্ণ সিনেমা হবে। আমার জীবনের শ্রেষ্ঠ সিনেমা দিয়ে ইতি টানবো এই দীর্ঘ যাত্রার। তবে আমার দর্শক-ভক্তদের কাছে একটাই অনুরোধ থাকবে, এই সিনেমা নির্মাণের কাজ শুরুর আগে এজন্য আপনারা উর্দু ও আরবি ভাষা শিখে নেবেন। আমি চাই আমার শেষ সিনেমাটি যাতে বিশ্বজুড়ে থাকা আমার সকল দর্শকরা উপভোগ করতে পারেন।’
উল্লেখ্য, ২০১৮ সালে ‘জিরো’ ফ্লপ হবার পর প্রায় পাঁচ বছর বিরতি দিয়ে ২০২৩ সালে কামব্যাক করেই ‘পাঠান’, ‘জাওয়ান’, ‘ডাংকি’ দিয়ে হিট সিনেমার হ্যাটট্রিক করেন শাহরুখ খান।