নমিনেশন পেয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইওসু ইন্টারন্যাশনাল ওয়েবফেস্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট ওয়ার্ড’। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা সাদেক সাব্বির ও অভিনেতা ইমতিয়াজ বর্ষণ বর্তমানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ওয়েবফেস্টটিতে।
৪ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ইয়েসু শহরের মেয়র জিয়ং কি মিয়ং উৎসবের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সুন জে এবং পৃথিবীর বিভিন্ন দেশের নির্মাতা, প্রযোজক এবং অভিনয়শিল্পীরা।
ইমতিয়াজ বর্ষণ জানিয়েছেন, ‘সেপ্টেম্বরের ৭ তারিখ পর্যন্ত তারা ফেস্টিভ্যাল কমিটির তত্বাবধানে ইয়েসু শহরে অবস্থান করবেন। এখানে মোট ১৮ দেশের চলচ্চিত্র নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে।’
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল শর্ট ক্যাটাগরিতে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট ওয়ার্ড’-এ প্রতিযোগিতায় অংশ নেবে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় ইমতিয়াজ বর্ষণের পাশাপাশি আরও অভিনয় করেন মনিরুজ্জামান লিপন, রাজু খান, সাবরিন আজাদ ও আয়মন শিমলা।