নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশকিছু ছবি শেয়ার করে পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগি করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবিতে দেখা গেছে গ্রামীন পরিবেশে বেশ আনন্দের সাথে দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী। মূলত আজ সকালে জয়া গিয়েছিলেন নারায়ণগঞ্জের একটি নববর্ষের আয়োজনে। সেখানেরই ছবি শেয়ার করেছেন তিনি।
পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে জয়া আহসান বলেন, ‘আমরা সব বাঙালি একসঙ্গে যে উৎসব উদ্যাপন করি। ঢাকার বাইরেও এত সুন্দর একটা আয়োজন হচ্ছে দেখে খুব ভালো লাগছে’।
জয়া বলেন, ‘নববর্ষ উদ্যাপন তো প্রায় ৪-৫ দিন ধরে চলছে। গতকাল যেমন আমি নিজেই রান্না করেছিলাম। মেনুতে ছিল ইলিশ মাছের লেজভর্তা, লাল চালের পান্তা, ইলিশ মাছ, নারকেলভর্তা, শুঁটকিভর্তা, আম-ডাল। আর হাতে তৈরি রসগোল্লা’।
ফেসবুক পোস্টে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জয়া আহসান। তিনি লিখেছেন ‘শুভ নববর্ষ ১৪৩২’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।