বিগত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে। এ খবরটি প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানালেন উপস্থাপিকা সোনিয়া রিফাত।
২৭ আগস্ট নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে প্রতিমন্ত্রীর গ্রেফতার হওয়ার একটি সংবাদ পোস্ট করেন রিফাত। সংবাদের শিরোনাম- ‘গুলশান থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার’।
পোস্টটির ক্যাপশনে রিফাত মজার ছলে লিখেছেন, ‘লম্বা অপেক্ষার অবসান হলো। কিন্তু কোন নাটক ছাড়াই গ্রেফতার মানি না!’ উপস্থাপিকা যোগ করেন, ‘তাকে চুল ফেলে ন্যাড়া হয়ে, হিটলারি গোফ লাগিয়ে কোন এক ক্যাসিনো থেকে গ্রেফতার দেখালে জিনিসটা জমে যেত।’
প্রসঙ্গত, ছাত্র- জনতার জুলাই ও আগস্টের আন্দোলনে সোনিয়া রিফাত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ‘আমার ভাই মরলো কেন?’- এই প্রশ্নের জবাব খুঁজতে রাজপথে নেমে লাখো জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন তিনি। তখন থেকেই বিগত সরকার আমলের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন তিনি।
কেবল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ই নয়, রিফাতের বিপ্লবী মনোভাব জেগে উঠেছিল ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও। এছাড়াও দেশের যেকোনো সমসাময়িক ইস্যুতেই এ উপস্থাপিকাকে তার মতামত ব্যক্ত করতে দেখা যায়।