কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সারা ভারত এখন উত্তাল। এরই মধ্যে নেটিজনদের অনেকেই রাগ উগরে দিচ্ছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ওপর। তার ছবি ‘আবির গুলাল’ প্রদর্শন করার বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারতীয় নেটিজেনদের অনেকেই।
২০১৬ সালে উড়ি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর ২০২৩ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। এরপর ‘আবির গুলাল’ ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করেন পাকিস্তানী অভিনেতা ফাওয়াদ খান। আর পেহেলগাম হামলার পর ফাওয়াদের এই ছবি ‘নিষিদ্ধ’ করার জন্য উঠেপড়ে লেগেছেন নেটিজেনদের একাংশ।
অনেকেই বলছেন, যেকোনো মূল্যে তারা ছবিটির মুক্তি ঠেকাবেন। অনেকে আবার ফাওয়াদসহ বাকি পাকিস্তানি শিল্পীদের ধাক্কা মেরে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলছেন। এ মাসের শুরুর দিকে ‘আবির গুলাল’ ছবির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছিল। ‘আবির গুলাল’ ছবিটি আগামী ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে, নির্মাতারা ফাওয়াদের এই ছবির মুক্তির দিন পিছিয়ে দিচ্ছেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনারা আগেই ছবিটিকে মহারাষ্ট্রে মুক্তি না করার জন্য হুমকি দিয়েছিলেন। এর আগে ফাওয়াদের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির মুক্তির সময়ও বিরোধ প্রদর্শন করা হয়েছিল।
অভিনেতা ফাওয়াদ ইনস্টাগ্রাম স্টোরিতে পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে এক পোস্ট করেছেন। এই পোস্টে অভিনেতা লেখেন, ‘পেহেলগামে জঘন্য হামলার কথা শুনে খুবই কষ্ট হচ্ছে। এই ভয়াবহ ঘটনায় আক্রান্তদের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা আছে। আমি প্রার্থনা করছি যে এই কঠিন সময়ে তাদের পরিবার যেন তা সামলে ওঠার জন্য মানসিক শক্তি পান। আর তাড়াতাড়ি তারা যেন এই যন্ত্রণা থেকে বের হতে পারেন’।
‘আবির গুলাল’ ছবিতে ফাওয়াদ খানের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। অভিনেত্রী এই সন্ত্রাসী হামলাকে নিয়ে তার ইনস্টা-স্টোরিতে লেখেন, ‘যখন থেকে আমি পেহেলগামে নির্দোষ মানুষের ওপর হামলার ঘটনা দেখেছি, তখন থেকেই আমি স্তব্ধ। কোনো কিছু বলার মতো অবস্থায় আমি নেই। আমি দুঃখী ও অন্তর থেকে ভেঙে পড়েছি। পরিবারের জন্য প্রার্থনা জানাই’।